সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কার্যকরি কমিটি গঠন

সিলেটপোস্ট ডেস্ক::বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কার্যকরি কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট জিন্দাবাজারস্থ সিলেট ম্যাটসের কনফারেন্স হলে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিটিতে উপদেষ্টাবৃন্দরা হলেন, জুবেরী আবু সাঈদ, মোহাম্মদ শামছ উদ্দিন, সুফিয়ান আহমেদ চৌধুরী, হাসিব চৌধুরী, রোকসানা হক, দেওয়ান এ এইচ এম মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, প্রিন্স সাদারুজ্জামান চৌধুরী, আদিত্য নজরুল, কাউসার জাহান লিপি, মুসলে উদ্দিন, আজাদ খান, উত্তম কুমার চৌধুরী, বিনতা দেবী।
সভায় সর্বসম্মতিক্রমে রাহনামা শাব্বীর চৌধুরী-কে সভাপতি ও মাসুমা টফি একা-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি ইসরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, বিমলেন্দু পাল, জুঁই ইসলাম, লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক রওশন আরা বাঁশি খূৎহৈবম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান আব্দুল কুদ্দুস শমসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান নূর চৌধুরী, রওনক চৌধুরী, দেওয়ান সোলেমান আশরাফী, জওয়াহের হোসেন, আশরাফ আহমদ, নিয়াজমিন চৌধুরী, সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তারেক, সহ সাহিত্য সম্পাদক রাজা রাকিব, সহ সাহিত্য সম্পাদক শিপুল আমিন চৌধুরী, প্রচার সম্পাদক শুকরানা বেগম, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল, আইন বিষয়ক সম্পাদক শিপারা বেগম শিপা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার বিথী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিমান বিহারী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেহানা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দা রিমি কবিতা, সিনিয়র সদস্য ছয়ফুল আলম পারুল, সুফিয়া জমির ডেইজি, জাহাঙ্গীর আলম, নাজনীন আক্তার কণা, লিপি খান, আন্তর্জাতিক অঙ্গনের সদস্যবৃন্দরা হলেন, লুৎফুর চৌধুরী রাকিব ইউ কে, নীলাক্ষী সরকার (অনুরাধা) শিলিগুড়ি ভারত, ফয়জুর রহমান ফয়েজ ইউ কে, আজু অজন্তা কলকাতা, সদস্য কয়েস আহমদ, ডাঃ রায়হানা আহমদ, মিহির মোহন, সন্তোষ রঞ্জনপাল, আশালতা। সাহিত্য অনুরাগী জুবের আহমদ শিমুল, ফাহিমা কবির, মনি বেগম, ফিরোজ আহমদ সোয়েব, মোহাম্মদ শাহজাহান, শামিম আহমেদ ইউ কে।

উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে রাহনামা শাব্বীর চৌধুরীকে আজীবন সভাপতি হিসেবে পদাসীন রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.