সিলেটপোস্ট ডেস্ক:;নাজির বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্যাংকের হলরুমে নাজির বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট এর ইনচার্জ মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আশফাকুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড অব ব্রাঞ্চ এর সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. নকিব হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম মতিন আহমদ রাহী, ডিপার্টমেন্টে স্টোরের ব্যবসায়ী আব্দুস সালাম। আর্থিক সাক্ষরতা বিষয়ক আলোচনা বক্তব্য রাখেন ওমর ফারুক।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল মান্নান রিপন, রাহিন আহমদ, দেলোয়ার হোসেন, ফয়জুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম সাদিক, শিব্বির সাবুল, রিয়াজ উদ্দিন, আব্দুল খালিক, জিলানী, নুর উদ্দিন, আমিন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোওয়াত করেন হোসাইন আহমদ শামিম ও দোয়া পরিচালনা করেন মাওলানা মঞ্জুর আহমদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. ছাদিকুর রহমান ছাদিক।