সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক  » «   সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছে-সচিব ওয়াহিদা আক্তার  » «   দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই” বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন  » «   ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!  » «   সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মনোনয়নপত্র দাখিল  » «   দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «   নগরীর টিভি গেইটে নিজ দলরে ক্যাডাররা কুপিয়ে খুন করেছে এক ছাত্রলীগের কর্মীকে  » «   জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  » «   সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান  » «  

ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটপোস্ট ডেস্ক::এবারের এসএসসি পরীক্ষায় ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুলের ৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস-সহ কৃতীত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ইউসেপ সিলেট অঞ্চল এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। বক্তারা আরও বলেন, শুধু মেধাবী হলে চলবে না প্রতিযোগিতাময় বিশে^ ঠিকে থাকতে হলে কারিগরি শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে। আর শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পরিবার থেকে নৈতিক ও মানবিকতার শিক্ষা শিশুরা পেলে তারা কখনো পথ হারাবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। ইউসেপ বাংলাদেশ এর সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইউম মোল্লার সভাপপিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিট করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সিলেট সদর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-(বাপা) সিলেটের কোষাধ্যক্ষ ছামির মাহমুদ।

প্রধান অতিথি অভিজিৎ কুমার পাল ইউসেপ বাংলাদেশ এবং ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি ইউসেপ স্কুলের কৃতী শিক্ষার্থীদের এসএসসি-২০২৩ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে।

কারিগরি শিক্ষার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল বলেন, এসএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া মানে, জীবনের একটি ধাপ অতিক্রম করা, এখানে এসে থেমে গেলে চলবেনা, সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌছাতে হলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আরোও পরিশ্রম করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে ইউসেপ ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল স্কুল মো. আলমগীর হোসেন, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ১০০ ভাগ উত্তীর্ণ ইউসেপ এর কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ইউসেপ প্রতিষ্ঠায় ও কার্যক্রমে লিন্ডসে এল্যান চেইনির অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি ইউসেপ এর বর্তমান কার্যাবলী সম্পর্কে অবহিত করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং ইউসেপ শিক্ষার্থীদেরকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিরন মাহমুদ নিপু তাঁর বক্তব্যে ইউসেপ এর কারিগরি শিক্ষার ভুয়সী প্রশংসা করে বলেন বর্তমানে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। তিনি ইউসেপ শিক্ষার্থীদের কৃতিত্বের পিছনে থাকা অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগরি। তাদের অবদানকে স্বীকৃতি দিতে হবে।
বিশেষ অতিথির ছামির মাহমুদ এ বছর ইউসেপ সিলেট অঞ্চলের স্কুল হতে উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন জীবনে সুনির্দিস্ট লক্ষ্যে পৌছাতে হলে দৃঢ় প্রত্বয়ী হতে হবে। নিজেকে মেধাবী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নীতি নৈতিকতা সম্পন্ন মানবিক মানুষ হতে হবে।

ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কাইউম মোল্লা সভাপতির বক্তব্যে বলেন, ইউসেপ শিক্ষার্থীরা  চরম দুঃখ, দারিদ্র ও কষ্টের মাঝে থেকেও যে সাফল্য অর্জন করা যায় তার বাস্তব প্রমাণ দেখিয়েছে ইউসেপ সিলেট অঞ্চলের কারিগরি বিদ্যালায়ের এর এসএসসি ভোকেশনাল ও এসএসসি সাধারণ পরীক্ষায় অংশ নেওয়া মেধাবি শিক্ষার্থিরা। এ বছর ৬৭ জন শিক্ষার্থী সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে পাস করে সাফল্যের এক উজ্জল দৃষটান্ত স্থাপন করেছে। দরিদ্র ও সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীরা ইউসেপ এর সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়নের প্রথম সিড়িতে পা রেখেছে। তাদের ছিলোনা কোন আর্থিক স্বচ্ছলতা। শুধু ছিলো লেখা পড়া করে বড় হওয়ার স্বপ্ন। কিন্তুু তা বাস্তবায়নের কোন উপায় ছিলোনা। আজ ইউসেপ এর সাহায্যে তারা স্বপ্ন দেখে বড় হওয়ার, দেশ ও জাতির সেবা করার।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চরম দারিদ্রতার কারণে কোন শিক্ষার্থী যাতে শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে না পড়ে ইউসেপ বাংলাদেশ সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ইউসেপ প্রতিষ্ঠাকালীন সময় হতে আজ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষাধিক যুবক এবং যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিকভাবে সচ্ছল  এবং জাতীয় অর্থনীতিতে ইউসেপ অবদান রাখছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.