সিলেটপোস্ট ডেস্ক::দেশ ও জাতির কল্যাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য দেশনেত্রী বেগশ খালেদা জিয়াকে নিঃশর্তে মু্িক্ত প্রদান করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের করার দায়িত্ব বর্তমান সরকারের। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে বর্তমান সরকার কর্তৃক দেশ ও জাতির যে ক্ষতি হবে তা পূরণ করা যাবে না।
রোববার (২৪ সেপ্টেম্বর) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রিম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে-দেশ ও জাতির কল্যাণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতী নির্বাচন অনুষ্ঠানের করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
তিনি আরো বলেন, দেশের সকল ইসলামী দল নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতিকে চরম সংকট হতে মুক্ত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রবীন রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব আহ্বান জানান। তিনি বলেন, বিগত দুইটি জাতীয় নির্বাচন পৃথিবীর কেউ গ্রহণ করে নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি প্রদান করে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবী জানান।
এডভোকেট রকিব বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের মতো অনুষ্ঠিত হলে এই দেশের কোন জনগণ মেনে নেবে না। দেশ ও জাতির অপূরনীয় ক্ষতির সম্মুখীন বটে।