হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি::সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর বাজারে আকষ্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি এবং দোকানে দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস অভিযান চালিয়ে বোয়ালজুর বাজারের দুইজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। তাদের বিরুদ্ধে ভেক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন ভূমি অফিসের নাজির তৈয়বুর রহমান ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য এবং উৎসুক জনতা।
বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি করায় দুইজন ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সরকার দেওয়া নির্ধারিত দাম না মানলে জেলসহ অর্থদণ্ডের বিধান প্রয়োগ করা হবে।