সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদল এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাষ্ট্রের মিশিগান এর নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভা রবিবার (১ অক্টোবর) হ্যামট্রামিক সিটির এক রিয়েলস্টেট অফিসে অনুষ্ঠিত হয়।
মিশিগান বিএনপি’র সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও মিশিগান বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ জিলাল উদ্দীন, মাযহারুল ইসলাম ডালিম, আলী ওয়াসিমুজ্জামান রনি, শাহজাহান রহমান মফিজ, নজমুল হাসান কামাল, মামুন আহমদ খান, মারুফ হোসেন খান, রেজাউল হাসান রেজা, বেলাল আহমদ, পারভেজ আহমদ।
উপস্থিত ছিলেন তারেক আহমদ চৌধুরী, খন্দকার ইউসুফ কামাল, শাহাদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, নজমুল হাসনাত চৌধুরী রেশাদ, মোহাম্মদ রুমেল শাহ, সোহেল আহমদ, কাদের আজাদ, আব্দুর রহমান, মওদুদ আহমদ, বাবর আহমদ খান, মোস্তাকুর রহমান রুমন, রিপন লস্কর, এন এইচ শোভন, সরওয়ার আহমদ, পন্নি আহমদ, শাহ মোহাম্মদ শাফি, এমাদুর রহমান এমাদ, আহমদ আলম শরিফ মাহদি প্রমুখ।
মতবিনিময় শেষে মিশিগানে আগমন উপলক্ষে নুরুল আলাম সিদ্দিকী খালেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিশিগান বিএনপির নেতৃবৃন্দ।