সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে ২৪ ঘন্টায় ৩৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে গত ২/৩ দিনের বৃষ্টিপাতে সিলেটের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত রাত ৩ টার দিকে বৃষ্টির প্রকোপ বাড়লে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করে। পানি বন্দি মানুষ ভোগান্তিতে পড়েন।
এদিকে টানা বৃষ্টিতে সিলেট নগরীর উপশহরের সকল প্রধান সড়ক তলিয়ে গেছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারেন নি ব্যবসায়ীরা। পাশাপাশি এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কাজলশাহ, দরগামহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘিরপাড়, বাদামবাগিছা, শাহপরাণ, কুয়ারপাড় উপশহর, সোবহানীঘাট, যতরপুর, শিবগঞ্জ, মাছিমপুর, কামালগড় ও দক্ষিণ সুরমার পিরোজপুরসহ সিলেট নগরীর অর্ধেকেরও বেশি এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।
এদিকে টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে।
পঠিত : 101