সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে কদমতলীস্থ নিজ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহ সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে ও সোহবার আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পণ্য পরিবহন মালিক সমিতির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়ায়ুল কবির পলাশ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পরিবহন ব্যবসায়ী আরিফ আহমদ সুমন, জুবায়ের আহমদ, সৈয়দ মকসুদ আহমদ, শায়েস্তা মিয়া, মিছবাহ উদ্দিন তালুকদার, মো. শাহ জাহান, ময়নুল হক, হাজী নাসির উদ্দিন, জুবায়ের আহমদ সুমন।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়ায়ুল কবির পলাশকে নতুন কেন্দ্রে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়।