সিলেটপোস্ট ডেস্ক::দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট মহানগরীর ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) রাতে নগরীর টুকেরবাজারস্থ শরীফ কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ আহমদ সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর স্বোচ্ছসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে, সুচিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে নিঃশেষ করতে প্রতিহিংসাপরায়ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছেন। মিথ্যা ও সাজানো মামলায় নির্দোষ দেশনেত্রীকে মুক্তি না দিয়ে সরকারের উন্মত্ত আচরণকে জনগণ কোনদিনই ক্ষমা করবে না। দেশের আপোষহীন নেত্রী, গণতন্ত্রকে যিনি বারবার স্বৈরাচারী শাসকদের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সর্বাধিক প্রিয় নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান বলেন, শেখ হাসিনা ভালভাবেই জানেন যে, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হলে গণতন্ত্রের পক্ষের মানুষের জোয়ার উঠবে, সেই জোয়ারের ঢেউয়ে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা কোনক্রমেই সম্ভব নয়। আর এ কারণেই বেগম জিয়াকে শুধু জামিন নয়, তাঁকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে নিষ্ঠুরভাবে। তবে দৃঢ়কন্ঠে বলতে চাই-জাতীয়তাবাদী শক্তিতে বিশ^াসী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ণ চালিয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলনকে কখনোই স্তব্ধ করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, আজিজ খাঁন সজিব, সিনিয়র সদস্য বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ রুম্মান আহমদ, সদস্য সচিব সমছু আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম, সদস্য বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক দল সদর থানার সদস্য তারেক মনোয়ার, জালারাবাদ খানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলোওয়ার হুসেন, সদস্য মুরাদ হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক রুহুল আমিন, ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাইদুর রহমান, শামীম আহমদ, ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বাহার আহমদ, ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের লাহিন আহমদ, ফজলে রাব্বি রাসেল, জুম্মান আহমদ, ছাদিক আহমদ, ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ইকবাল আহমদ, রাসেল আহমদ, জুনেদ আহমদ, খালেদ বাশার, আব্দুল করিম মান্না, ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সুজন আহমদ, এমরান আহমদ, ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আলেক আহমদ প্রমুখ।