সিলেটপোস্ট ডেস্ক::বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির তনু ও সাধারণ সম্পাদক এম বাবর লস্কর স্বাক্ষরিত এক পত্রে অঞ্জন কুমার দেবকে সভাপতি ও বিদ্যুৎ সেন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম বাবর লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকেরীন রেজা চৌধুরী জয় নব নির্বাচিত নেতৃবৃন্দর হাতে কমিটির তালিকা হস্তান্তর করেন। এসময় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকেরীন রেজা চৌধুরী জয় ফুলেল শুভেচ্ছা জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সারোয়ার চৌধুরী, সহ সভাপতি দিলীপ দাস জয়, মো: আবুল খয়ের, টিটু তালুকদার, বক্কর হোসেন খাঁন, আব্দুল মুমিন শাপলু, মো: মুজিবুর রহমান, মো: জাহের ঢালী, মো: শাহাব উদ্দিন, জবরুল ইসলাম, রফিক মিয়া, ফখরুল ইসলাম, রোমান চৌধুরী, মো: জরিফ মিয়া, স্বপন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালেহ আহমদ, এ.টি.এম হামিদ, নুরুল হুদা ছদিওল, সুব্রত তালুকদার, মো: অলিউর রহমান, নিত্যানন্দ পাল, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মো: বাবুল মিয়া, মোঃ পারভেজ দেওয়ান, দপ্তর সম্পাদক ফাহাদ হোসেন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সহ প্রচার সম্পাদক ইব্রাহীম শাহ, আইন বিষয়ক সম্পাদক আজিজুল হক বাশির, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি মাহমুদ জায়গীরদার, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মো: জামিলুল হক খোকন, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল আহাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তাপস পাল, কৃষি সম্পাদক তোতা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মো: জালাল উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো: জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক চন্দনা আচার্য্য, যুব ও ক্রীড়া সম্পাদক শিপল পাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক পরিমল দেব শর্মা, শ্রম বিষয়ক সম্পাদক মো. মছরব আলী, সদস্য আখতার আহমেদ, ইকবাল হোসেন, চয়ন সরকার, দেওয়ান খালেদ বিন রশিদ, ইমরান আহমদ, জয়ন্ত দেব রায়, মো: জামাল উদ্দিন হাসান বান্না, বিজিত লাল দাস, দিদারুল ইসলাম, নিতীশ সুত্রধর, পিংকু কুমার দাস, রবিউল ইসলাম রবি, রেহান উদ্দিন, শেখর চন্দ, সমরেশ দেবনাথ, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।