নবীগঞ্জ প্রতিনিধিঃ::হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামে জবর দখলকারী কাজী সাহেদের বাউন্ডারির কাজ বন্ধ করে দিল নবীগঞ্জ থানা পুলিশ।
অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, সিলেট জেলার ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের গোয়ালা বাজার সিকন্দরপুর (রংবরন) গ্রামের মৃত মোঃ নাজাত মিয়ার পুত্র হাজী মোঃ শিপু মিয়ার জায়গা দীর্ঘদিন ধরে জবর দখল করে আসছে আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর প্রকাশিত ওমরপুর গ্রামের মৃত জাফর আহমের পুত্র কাজী মো: সাহেদ আহমদ। মৌজা- তাজাবাদ, জে,এল নং-৪১/২১৯, এস,এ খতিয়ান নং ৬৪৯, আর, এস খতিয়ান নং ডিপি ৯৫০, এস, এ দাগ নং ১৬১, আর, এস দাগ নং ১১৬, মোয়াজি ৪ শতক, পতিত রকম ভূমি ও এস, এ দাগ নং ৪৯৫, আর, এস দাগ নং ৪৭৫, মোয়াজি ৪৯ শতক ভূমি। মোট মোয়াজি ৬৭ শতক পতিত রকম ভূমি। শিপু মিয়ার বাড়ি গোয়ালা বাজারের সিকন্দরপুর হওয়ার কারণে কাজী সাহেদ এই জায়গা দখল করে বহাল তবিয়তে রয়েছে। জায়গার মালিক শিপু আহমদ হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অক্টোবর মাসের গত ১৭ তারিখ একটি ফৌজদারি মামলা দায়ের করেন। এতে আদালত নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজকে নির্দেশ দেন নালিশা ভূমিতে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য। এরই প্রেক্ষিতে বুধবার বিকালে নবীগঞ্জ থানার এস, আই গৌতুম কুমার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জবর দখলকারীর বাউন্ডারির কাজ বন্ধ করে দেন।