সিলেটপোস্ট ডেস্ক::শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃক ২৫তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০অক্টোবর শুক্রবার) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সিলেট জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব লেখক ও প্রকাশক জিবলু রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক সফিনা বেগম মুনমুন, সুনামগঞ্জ সরকারি এস.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মশহুদ চৌধুরী, ইমজার সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদ মঞ্জু, এডভোকেট জাকেরা বেগম, মোগলা বাজার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন শিহাব, ইকবাল একাডেমীর প্রধান শিক্ষক মো. শামীম আহমদ, আনোয়র আলী একাডেমীর প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সাংবাদিক মুন্সী ইকবাল, লুৎফুর রহমান তোফায়েল প্রমুখ। শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকবৃন্দ।