সংবাদ শিরোনাম
সিলেটে একের পর এক নেতাকর্মী গ্রেফতারে খন্দকার মুক্তাদিরের নিন্দা  » «   যুক্তরাজ্যে কেয়ার ভিসায় স্পাউস আনতে পারবেন না বিদেশি কর্মীরা  » «   সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত  » «   দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক  » «   সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছে-সচিব ওয়াহিদা আক্তার  » «   দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই” বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন  » «   ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!  » «   সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মনোনয়নপত্র দাখিল  » «   দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «  

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় তাঁতী দলের সংগ্রামী আহবায়ক আবুল কালাম আজাদ এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর।

শনিবার (২১ অক্টোবর) মিছিলটি শহরের কুমার পাড়া পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়ক পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তাঁতী দল সিলেট মহানগরীর সহ-সভাপতি তাজ উদ্দিন লিলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রায়হাদ বকস রাক্কু এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস সরকার ভয় পেয়ে অবৈধভাবে আটকে রেখেছে। তারই ধারাবাহিকতায় তাঁতী দলের বিপ্লবী আহবায়ক আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে চায় অবৈধ মাফিয়া সরকার।

তিনি আরো বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ আবুল কালাম আজাদ বাংলাদেশের রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আবুল কালাম আজাদ ভাইয়ের মুক্তি নিশ্চিত করে এই ফ্যাসিস স্বৈরশাসক লেডি মাফিয়া শেখ হাসিনার অবৈধ সরকারের পতন নিশ্চিত করার জন্য তারেক রহমানের আহবানে রাজপথে বাংলাদেশের ফয়সালা নিশ্চিত করতে সকল নেতাকর্মী প্রস্তুুত। তাই জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আর্দশের সৈনিকদের জেল জুলুম, হামলা, মামলার ভয় দেখিয়ে  শেষ রক্ষা হবে না এই অবৈধ জুলুমবাজ শেখ হাসিনার সরকারের  ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন তাঁতী দল সিলেট মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের আহবায়ক মো. মোজাহির, ২১ নম্বর ওয়ার্ড আহবায়ক আব্দুল মনাফ, ৭ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. জালাল উদ্দীন, ২০ নম্বর ওয়ার্ড আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, ১৮ নম্বর ওয়ার্ড আহবায়ক হাফিজুর রহমান বাচ্চু, ১৯ নম্বর ওয়ার্ড আহবায়ক মোঃ এনাম খান, আবুল খায়ের, আব্দুল গফুর বেলাল, মো. আমির আলী, আলম খান মুক্তা, আব্দুল আউয়াল, ছমির উদ্দীন, বাবর খান মুল্লা, মনির আহমদ, সেলিম আহমদ, মুসলিম উদ্দীন, নেছার উদ্দীন, স্বাধীন চৌধুরী, রেজওয়ান বেগ,স্বপন আহমদ, রাজন তালুকদার, সুমন মিয়া, হাবিবুর রহমান মুর্শেদ, ইশতিয়াজ আলী, দেলোয়ার হোসেন প্রধান, জুয়েল আহমদ, সবুজ খান, সারোয়ার আহমদ, খোকন আহমদ, শরীফ হোসেন ইমরান, সাওন আহমদ শান্ত, তানভীর আহমদ, ফজলু আহমদ, শাহজাহান আহমদ, রতন তালুকদার, রুবেল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.