সিলেটপোস্ট ডেস্ক::আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা) নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
রবিবার (২২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজার ও গুরকচি বাজার এলাকায় সর্বস্তরের জনগনের সাথে এ মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন এবং সফলতা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান।