সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ২০২৩-২০২৪ সনের অভিষেক উপলক্ষে প্রকাশিত লেন্স ম্যাগাজিনের মোড়ক উন্মোচন শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটের সময় সিলেট জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়াও সিলেটের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।