মীর শোয়েব, জৈন্তাপুর::সারাদেশ ব্যাপী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আহবানে ডাকা ৭২ ঘন্টা অবরোধ’র ১ম দিন ৩১ অক্টোবর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ন ভাবে অবরোধ পালিত হয়েছে।
কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট তামাবিল জাফলং মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।
তবে বিচ্ছিন্ন ভাবে কিছু মালবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। দুপুর ২টার দিকে দরবস্ত-কানাইঘাট রাস্তার সিলেট জাফলং সড়কে সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ আরো অনেকেই।
পরিদর্শন কালে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন,
রাস্তায় জনগণের জান মালের নিরাপত্তায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছেন।
সড়কে যানবাহন নিরাপদে চলাচলে পুলিশ সহযোগিতা করে যাচ্ছে। যানবাহন চলাচলে কেউ বাধাঁ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, উপজেলায় শান্তিপূর্ন ভাবে অবরোধ পালিত হয়েছে। উপজেলার প্রতি’টি হাট-বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।