ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুহিবুর রহমান নিজের প্রার্থীতা প্রকাশ করে তিনি বলেন এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এনামুল হক চৌধুরী বীর প্রতিক সাহেবের হাত ধরে রাজনিতিতে প্রবেশ করি। একটা সময় ছিলো যখন কেউ জয় বাংলা শ্লোগান আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে শ্লোগান দিতে ভয় পেতো তখনকার সময়ে আমরা রাজ পথে ছিলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো আমি কোনো মূল্যায়ন পাইনি । বিগত সংসদ নির্বাচনের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। বিশ্বনাথ – ওসমানীনগরের মানুষ আমাকে ভোট দিলে সংসদ সদস্য নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি স্পষ্টবাদী এ জন্য দূর্ণিতি বাজদের সাথে আমার মনোমালিন্য থেকেই যায়। আমি এদের সাথে কোনো আপোষ করবো না। সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এ এলাকায় অনেক উন্নয়ন করেছেন এটা অস্বীকার কি ভাবে করবো জনগন যেখানে প্রকাশ্যে বলছে। রাজনীতির কারনে কাউকে খাটো করার কৌশল আমি স্বীকার করিনা বলে নোংরা রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার আপোষ হয়না। আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম আছি এবং থাকবো।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রউফ, শাহাব উদ্দিন ও আক্তার হেসেন প্রমূখ।