সিলেটপোস্ট ডেস্ক::আজ ২২ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার দিনব্যাপী আঞ্চলিক শিক্ষাশিবির সিলেটের আইনজীবী সমিতির ৩ নং বার হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং হবিগঞ্জ জেলার আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্রের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সভাপতি মুখলেছুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলার সভাপতি বীরেন সিং। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন শিবলাল রবিদাস, চম্পক বাউরি, রতন বাউরি, শয়ন সিং, জিতু সেন প্রমুখ।
শিক্ষাশিবিরে নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করেন। একই সাথে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং ব্যাটারিচালিত সকল অটোরিকশার নম্বর প্লেইট প্রদানের দাবি জানান।