বুধবার বিকেলে গোলাপগঞ্জের পৌর শহরে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন সরওয়ার হোসেন। এরআগে ব্যানার সহকারে উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভায়স্থলে যোগ দেন হাজার হাজার কর্মি-সমর্থকরা। এমসয় ঈগল প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোলাপগঞ্জ পৌর শহর।
বক্তব্যে সরওয়ার হোসেন আরও বলেন, গত ১৫ বছরে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি কথা দিচ্ছি এ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আমার আবেগ আমার অনুভূতি, আমি নির্বাচিত হলে এ দুই উপজেলায় রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়নের পাশাপাশি অবকাঠোমো উন্নয়নে ভূমিকা রাখবো। ভোট দিয়ে জয়ী করলে এ আসনকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবো। যদি না পারি আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।
তিনি বলেন, মনে রাখবেন আমি স্বতন্ত্র ঠিকই, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার পারমিশন নিয়ে স্বতন্ত্র। আমাকে একেবারে স্বতন্ত্র যেটা তা বলা ঠিক হবে না। আমি তো জননেত্রী শেখ হাসিনার পারমিশন নিয়ে স্বতন্ত্র। আমি বিগত দিনে বন্যা ও করোনা মহামারিতে আপনাদের পাশে যখন কেউ ছিল না আমি জীবন বাজি রেখে সাধ্যমত সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, একটি পক্ষ ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব গুজবে কান দিবেন না। আগামী ৭জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান তিনি।
বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফের সভাপতিত্বে ওগোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য এমএ ওয়াদুদ এমরুল, ইসমাইল হোসেন সিরাজী, কেন্দ্রিয় সেচ্ছাসেবক লীগের উপ-পানিসম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল প্রমূখ।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, গত ১৫ বছরে আমরা কি পেয়েছি। সারাদেশে উন্নয়ন হলো আর আমরা পেয়েছি লাঞ্চনা। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। তিনি বলেন, সরওয়ার হোসেন একজন ক্লীন ইমেজের রাজনীতিবীদ। তিনি জনপ্রতিনিধি না হয়েও আমাদের চেয়ে অনেক উন্নয়ন করেছেন। এরকম একজন মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি। তাতে আমাদের এলাকার উন্নয়ন দ্রুত তরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু বলেন, গত ১৫টি বছর সরওয়ার হোসেন আমাদের সুখে-দু:খে পাশে ছিলেন। বিভিন্ন খাত থেকে উন্নয়ন করেছেন। তাই আগামী ৭ জানুয়ারি এলাকার স্বার্থে সরওয়ার হোসেনের ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তার মাধ্যমে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন দেখতে চাই। তিনি বলেন, আমরা বিগত দিনে অনেক ঠকেছি। আর ঠকতে চাই না। আশা করি, সরওয়ার হোসেনের মাধ্যমে উন্নয়নই পাবো, আমরা আর ঠকবো না।