মীর শোয়েব, জৈন্তাপুর::সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) জৈন্তাপুর সিলেট আয়োজিত নারী ও কিশোরীদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন বিষয়ক সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সূধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, নিবার্হী সদস্য আবুল হোসেন মো: হানিফ, নাজমুল ইসলাম, অনলাইন প্রেসসক্লাব সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য শোয়েব উদ্দিন, সালমান শাহ, এশিয়ান টেলিভিশের প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, সিএমইএস প্রজেক্টের গার্মেন্টস ট্রেইনার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টের কম্পিউটার ট্রেইনার শুয়াইবুর রহমান।
সভায় নারী’র দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি’তে জৈন্তাপুর সিএমইএস প্রকল্প বিভিন্ন উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করায় প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানানো হয়।