উজ্জ্বল দাশ ওসমানীনগর(সিলেট)::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ভোটের ফলাফল ঘোষণা করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা। গতকাল রবিবার উপজেলা সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন।
ওসমানীনগর থেকে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে ৪৪২৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিবুর রহমান স্বতন্ত্র ট্রাক প্রতীকে পেয়েছেন ৫০৯৭ ভোট। জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩০২ ভোট। গণফোরাম মনোনিত প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সুর্য প্রতীকে পেয়েছেন ১৪৫৩ ভোট। তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী মো: আব্দুর রব সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৭৬৪ভোট। বাংলাদেশ কংগ্রেস মনোনিত প্রার্থী মো: জহির ডাব প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত প্রার্থী মো: মনোয়ার হোসেন আম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৫৮০। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল ৮১৪৮৩ এবং মহিলা ভোটার সংখ্যা ছিল ৭৯০৯৭।
মোট বৈধ ভোটের সংখ্যা ৫৫১৬৪। মোট অবৈধ ৮৩৩।মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫৫৯৯৭।