সিলেটপোস্ট ডেস্ক::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সি আই পি নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ থানার মনসুরপুর গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী কমর উদ্দিন চৌধুরী পাপলু (সি আই পি) কে স্থানীয় রতনগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা আয়োজন করা হয়।
মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও আব্দুর রহিম চৌধুরীর, তাজুল ইসলাম চৌধুরী এবং কায়েস মাহমুদ চৌধুরীর যৌথ পরিচালনায় মাওলানা রুম্মান আহমদ চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ শাহাদাত হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক টি টি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের জোনাল ম্যানেজার ফয়সাল আহমদ চৌধুরী, প্রভাশক বাছিত আল হাবিব, লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্য শাখার সভাপতি তামিম আহমদ অমি, বাংলাদেশ রেলওয়ের সাবেক উর্ধতন কর্মকর্তা জনাব মখলিছুর রহমান চৌধুরী, ৯নং মানিকপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মাহতব হোসেন চৌধুরী, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির উপদেষ্টা মাষ্টার নাসির উদ্দীন চৌধুরী, আলহাজ্ব চেরাগ আলী মেম্বার।
অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জকিগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, প্রবাসী ঐক্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফজলুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ মহসিন বক্স, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, সাবেক সহ-সভাপতি বাবর হোসেন চৌধুরী, মনসুরপুর উদীয়মান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরী প্রমুখ।