সিলেটপোস্ট ডেস্ক::সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
(১০ জানুয়ারি) বুধবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারন সম্পাদক শামীম রশীদ চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, সিনিয়র সদস্য রোস্তম খান, সদস্য অপৃর্ব কান্তি দাস, পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট জেলার সাধারন সম্পাদক ফুকন মিয়া, ব্যাংক কর্মচারী ফেডারেশন যুগ্ম সাধারন সাধারন ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শানুর আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলা হকার্স লীগের অন্যতম নেতা রাশেন্দ্র বাবু, ও বশির আহমদ প্রমুখ।