সিলেটপোস্ট ডেস্ক::দ্বাদশ জাতীয় নির্বাচনে সহিংসতার জের ধরে সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ)এর সাবেক সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী মাহমুদুল
এর উপর ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাবেক সংসদ সদস্য মোকাব্বির খান।
মোকাব্বির খান বলেন, আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ও তার ক্যাডার বাহিনী আমার নির্বাচনী অবস্থান ও ফলাফল ভাল হবে দেখে আগে থেকে আমার কর্মীদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানি করেছে। অবশেষে এমন অবস্থা দেখে আমি নির্বাচন বর্জন করি।পরের দিন আমার
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাহমুদুল
এর উপর ছাত্রলীগ ক্যাডার বাহিনী সন্ত্রাসী হামলা করে মাহমুদুল হাসান চৌধুরীকে গুরুতরভাবে আহত করে।
তিনি আরো বলেন, অতীতেও এসব ঘটনা ঘটেছে। কিন্তু দোষীদের কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এহেন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
মোকাব্বির বলেন, এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।