সিলেটপোস্ট ডেস্ক::সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর বাগবাড়ীস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল ভবনে শীতের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন লায়ন ডা. আজিজুর রহমান পিডিজি, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ, লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ইমরান আহমদ এমজেএফ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন গৌতম বনিক, লায়ন সানজিদা খানম, এলাকার বিশিষ্ট মুরব্বী ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও শীতবস্ত্র বিতরণকালে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সারা দেশের মতো সিলেটেও গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। দুর্ভোগের এই শীতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট লায়ন্স ফাউন্ডেশন। নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করার অপর নাম হচ্ছে মানবতা। এমন মহৎ ও পূণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।
বক্তারা বলেন, ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।