সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুলের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক অপু কর ও সদস্য সচিব তাহের হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মো: আবুল হাসনাত বুলবুলের মায়ের মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আল আমিন মরহুমার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।
উল্লেখ্য, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুলের মা সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সুবিদবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।