সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। সিলেটসহ সারা দেশের সড়ক মহাসড়কের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পদ্ম সেতু, বঙ্গবন্ধু ট্যানেল নির্মাণে সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন তা বিশ^দরবারে উদাহরণ হয়ে রয়েছে। তিনি সিলেট কদমতলী বাস টার্মিনালের উন্নয়নসহ সিলেটের সড়ক মহাসড়কের উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরকারের পাশাপাশি শ্রমিকদের পাশে শ্রমিকরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তা প্রশংসার দাবি রাখে।
তিনি (২৭ এপ্রিল) শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা (কদমতলী) কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অনুষ্ঠিত সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও প্রয়াত ৫০জন শ্রমিকগণের পরিবারের মাঝে নগদ ২৫ লাখ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর সভাপতি হাজী ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক মো: আব্দুল মুহিম।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: সজিব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর সাধারণ সম্পাদক মো: আব্দুল মুহিম, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, শ্রম দপ্তরের পরিচালক সদিকুল ইসলাম, সহকারী পরিচালক আবুল বাশার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক, গোলাম হাফিজ লুহিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, প্রচার সম্পাদক হারিছ আলী, কার্যকরী সদস্য মো: আতিক মিয়া, সাহেদ আহমদ, মকবুল হোসেন বাদল, মো: আলাউদ্দিন, মো: শাহ রিপন, জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস শহিদ।