সিলেটপোস্ট ডেস্ক::মহান মে দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং সিলেট-৭৫ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
বুধবার (১লা মে) সকালে “শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার অডিটরিয়ামের সামনে জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং সিলেট-৭৫ এর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল খান, অর্থ সম্পাদক ওসমান বেপারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবুল, ক্রীড়া সম্পাদক লিটন মিয়া, কার্যকারী সদস্য নাজিম, খালেদ দুলাল, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, নান্টু পাল, সদস্য বিন্দু, দিলওয়ার হোসেন, জসীম উদ্দিন প্রমুখ।
র্যালি শেষে কাজী নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।