সিলেটপেস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এক মতবিনিময় সভা আহবান করেছে সচেতন মহানগরবাসী। আজ সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টার সময় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকীর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আব্দুল কাইয়ুম জালালী পংকী।
নিত্যপণ্যের উর্ধ্বগতি ও চলমান অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের জন্য আন্দোলনে নগরের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সাবেক এই প্যানেল মেয়র।