সিলেটপোস্ট ডেস্ক::চালিবন্দর প্রিমিয়ার লীগ ফুটবল ইনডোর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার (২৫ মে) রাতে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চালিবন্দর যুবকল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফ ট্রেভেলস পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু।
অতিথির বক্তব্য রাখেন চালিবন্দর যুবকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত, কাজী আব্দুল বায়েছ, সোহেল আহমদ,ফরহাদ হোসেন, সুয়েব আহমদ সানু, সজীব বৈদ্য, বাপ্পী চন্দ্র, তানভির আহমদ, ছাব্বির আহমদ, আশরাফুল হক আবজল, জুম্মান আহমদ, আদিল প্রমুখ। খেলায় ৮টি টিম অংশগ্রহণ করে। খেলায় টিম রেঞ্জারকে হারিয়ে টিম হান্টার চ্যাম্পিয়ন হয়।