সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর বাসভবনে ও অফিসে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্ট ৭০৭ এর অন্তর্ভূক্ত টিলাগড় উপ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২রা জুলাই) এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
টিলাগড় উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্ট ৭০৭ এর সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্ট ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর উপকমিটির সভাপতি আবুল হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য বরকত আলী, লিটন আহমদ, সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধা উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, টিলাগড় উপ-পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আলেক খান, তামাবিল লাইন উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমদ, উপশহর উপ পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, বালুচর উপ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার, বালুচরের সদস্য মনা, টিলাগড় উপ পরিষদের সাবেক সহ সম্পাদক আব্দুর রহিম, শাহী ঈদগাহ উপ পরিষদের সদস্য তিতাস খান, টিলাগড় উপ পরিষদের সদস্য উজ্জল আহমদ, নজরুল হক, নুরুল ইসলাম, দ্বিন ইসলাম প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্ট ৭০৭ এর অন্তর্ভূক্ত টিলাগড় উপ পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।