পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে রোটারী কার্যক্রম সবার দৃষ্টি কাড়ে’-মুহাম্মদ সিরাজুল ইসলাম

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির ২০২৪-২৫ ইয়ারের কলার হ্যান্ডওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, রোটারির জনক পল হ্যারিসের বন্ধুত্বের সেতু-বন্ধন আজ বিশ^ময় আলোকিত করছে। সাড়াবিশে^ শত বছর পরও রোটারী আন্দোলন মহিরুহে টিকে আছে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এই আন্তর্জাতিক সেবা সংস্থার কার্যক্রম সবার দৃষ্টি কাড়ে।
১৭ জুলাই বুধবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই কলার হ্যান্ডওভার অনুষ্ঠিত হয়। ক্লাবের আইপিপি রোটারিয়ান জাবেদ আহমদ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাজু আহমেদের গলায় কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান আমান উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের ফেসিলেটেটর ও চিফ সার্জেন্ট এট আর্মস পিপি রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, পিপি রোটারিয়ান মুহিব উস সালাম রিজভী, পিপি রোটারিয়ান শাহিন আহমদ, ক্লাব আইপিপি রোটারিয়ান জাবেদ আহমদ, ভাইস-প্রেসিডেন্ট কৌশিক চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নাজিম উদ্দিন, রোটারী ক্লাব অব সিনার্জির প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব ও চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহমান প্রমুখ।