সিলেটপোস্ট ডেস্ক::জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪- উযদাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহিত কার্যক্রম বিষয়ে সিলেটে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১ টায় সাগরদিঘীরপাড়স্থ জেলা মৎস্য অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজরাজ বর্মনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক মো. আফতাব চৌধুরী, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আল মিনান নূর, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ইন্সট্রাক্টর মো. আবুল ছামাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।