সিলেটপোস্ট ডেস্ক::দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কাজ করছে আরবান ভলান্টিয়ার গ্রুপ৷ শনিবার সকাল থেকে আব্দুল্লাহ মোহাম্মদ আদিলের নেতৃত্বে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী দক্ষিণ সুরমায় বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করেছে।
এ বিষয়ে দেশসেরা শ্রেষ্ঠ সেচ্ছাসেবক পদকপ্রাপ্ত আব্দুল্লাহ মোহাম্মদ আদিল বলেন, আমরা সিলেট নগরীর বিভিন্ন জায়গায় এই কয়েকদিন পর্যায়ক্রমে দ্বায়িত্ব পালন করেছি।
আজ শনিবার ১০ই আগস্ট সকাল ১০টা থেকে আমরা প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক দক্ষিণ সুরমায় বিভিন্ন জায়গায় যানজট নিরসনের জন্য কাজ করছি। দায়িত্ব পালনের সময় আমাদেরকে বিভিন্ন জন খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন। দেশের জন্য কাজ করে মানুষের ভালোবাসা পাচ্ছি।