সিলেটপোস্ট ডেস্ক::খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, পতিত স্বৈরাচারী শাসক ও তাদের দোসরেরা এখ দেশ বিরোধী নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গ্রহনযোগ্য প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করতে কারা ইন্ধন দিচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। দেশবিরুধী ষড়যন্ত্রকারীদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ ১২ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার মাসিক নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, ক্বারি মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, ডা. মুহাম্মদ ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া আল হাসান, নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, মাস্টার ফারুক মিয়া, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।