সিলেটপোস্ট ডেস্ক::সাম্প্রতিক বন্যায় দুর্গত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
সিলেট আর্টস কলেজের উদ্যোগে ত্রাণ কার্যক্রমে সম্মিলিত নাট্য পরিষদের নেতৃবৃন্দ গত ২৬ আগস্ট বানবাসী মানুষের জন্য ত্রাণ উপহার তুলে দেন। সিলেট আর্টস কলেজের পক্ষে ত্রাণ গ্রহণ করে ইসমাইল গনি হিমন।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব, পরিচালক অর্ধেন্দু কুমার দাশ, ভারপ্রাপ্ত সভাপতি জয়শ্রী দেব জয়া, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য তন্ময় নাথ তনু, রেজাউল করিম রাব্বি, নাট্যকার রীমা দাস সহ প্রমুখ।
এসময় নাট্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট অতীতেও দুর্যোগ কিংবা ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে ছিলো। পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।