সিলেটপোস্ট ডেস্ক::কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ রোববার মুম্বইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা। গতকালই মুম্বইয়ের একটি হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী, তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন। দীপিকা-রণবীরের প্রথম পরিচয় সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন তারা। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।
কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ৯, ২০২৪ | ৪:২৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »