মহানগর খেলাফত মজলিসের দাওয়াতী কর্মসূচি পালিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২১ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::খেলাফত মজলিসের দাওয়াত ও গণ-সংযোগ মাসের কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার বিশেষ দাওয়াতী টিম আজ ১৫ সেপ্টেম্বর’২৪ রবিবার সকাল ৯টায় নগরীর জালালাবাদ থানার বিভিন্ন ওয়ার্ডে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেন। দাওয়াতী টিমের নেতৃবৃন্দ আলেম উলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পৃথক পৃথক দাওয়াতী বৈঠক ও মতবিনিময় করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় খেলাফত মজলিসের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। এ সময় আলেম উলামাসহ কয়েকজন ভাই খেলাফত মজলিসের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সাথে একমত হয়ে এই কাফেলায় যোগদান করেন।
মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে দাওয়াতী টিমে উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা গোলাম রব্বানী, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সদর উপজেলা সহ সভাপতি মাওলানা আ.খ.ম লোকমান, খেলাফত মজলিস নেতা দিলওয়ার হোসাইন সহ জালালাবাদ থানার অন্যান্য নেতৃবৃন্দ।