সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এ.কিউ.এম. নাছির উদ্দীন বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইনজীবীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে সমিতির ০২ নং হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
জনাব এ.কিউ.এম. নাছির উদ্দীন আরো বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতি থেকে অনেকেই ইতিপূর্বে প্রধান বিচারপতিসহ বিচারপতি হয়ে আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি জনাব অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-০২ জনাব মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জনাব গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথি মহোদয়গণকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান সজল এডভোকেট, সহ সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, সহ সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, সহ সম্পাদক জনাব মোঃ ওয়াজিহুদ্দীন তারিক এডভোকেট, জনাব মোঃ বদরুল আহমদ শিপন এডভোকেট।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আ.ন.ম. ইলিয়াছ, সিলেটের মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু ওবাইদা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইতিপূর্বে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী বিজ্ঞ সদস্য জনাব আব্দুল খালিক এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এবং আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট।
সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব রেজাউল করিম চৌধুরী এডভোকেট, সমিতির সাবেক সভাপতি জনাব এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সমিতির সাবেক সভাপতি জনাব এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব বেদানন্দ ভট্টাচার্য এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নোমান মাহমুদ এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব ব্যারিস্টার রিয়াশদ আজিম এডভোকেট প্রমুখ।
আজকের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি জনাব অশোক পুরকায়স্থ এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীগণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সমিতির সভাপতি জনাব অশোক পুরকায়স্থ এডভোকেট নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির সুনাম সারাদেশ ব্যাপি রয়েছে। আইনজীবীদের পেশাগত মান, মর্যাদা রক্ষায় নবীন আইনজীবীরা সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি-০১ মোঃ জালাল উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০২ মোঃ নুরুল আমিন এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদি হাসান সজল এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার এম. আবদুল করিম আকবরী এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার জামিল আহমদ এডভোকেট, সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব আব্দুল মালিক এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, মোঃ আখতার হোসেন খান এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, মোঃ আখতার বখ্স (জাহাঙ্গীর) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট ও সন্ধ্যা লক্ষী দে এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির লাইব্রেরীয়ান রমাংশু চক্রবতর্ী।