
গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর , শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আজকির মিয়ার পুত্র গোলাপ মিয়া।
প্রসঙ্গত, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।