সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাথে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৪ অক্টোবর) সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মাও: মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে ও বিভাগীয় কাজী সমিতির সাধারণ সম্পাদক ড. অধ্যক্ষ কাজী মাও: মঈনুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী মাও: মোঃ শাহ নেছারুল হক পীর সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব কাজী মাওঃ মোঃ সেলিম রেজা । সভায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাও: মোঃ আব্দুল জলিল খান। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত অর্থসহ পাঠ করেন কাজী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সভাপতি কাজী মাও: ক্বারী গোলাম আহমদ ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাও: আব্দুল মান্নান সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও: মোঃ আব্দুছ সামাদ, সাধারণ সম্পাদক কাজী মাওঃ মোঃ ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মাও: মোঃ নুরুল আজিজ, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও: লোকমান আহমদ, সহভাপতি কাজী মাও: ইউসুফ আলী সিরাজী, সহ সাধারণ সম্পাদক কাজী মাও: আবু ইউসুফ শরীফ।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিভাগীয় সমিতির অর্থ সম্পাদক কাজী মাও: মোঃ খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি কাজী মাওঃ আ.ফ.ম আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক কাজী মাও: বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলার কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওঃ মোঃ আব্দুল মুকিত, হবিগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাও: আব্দুছ সালাম, মৌলভীবাজার জেলার কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাও: মখলিছুর রহমান । কাজী মাও. মোঃ ইসমাইল হোসেন এবং আলহাজ্ব সাহাদাত হোসেন সবুজ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং সিলেট বিভাগের মৃত্যুবরণকারী নিকাহ রেজিস্ট্রারদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কাজী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি কাজী মাও: আ.ফ.ম আব্দুল কাইয়ুম ।
প্রধান অতিথি আলহাজ্ব কাজী শাহ নেছারুল হক পীর সাহেব তার বক্তব্যে বলেন, সিলেট শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ:) পূণ্যভূমিতে এসে আপনাদেরকে পেয়ে আমি অভিভূত এবং আনন্দিত। আপনাদের সুশৃঙ্খলতা এবং সৌহার্দ্য দেখে আমি মুগ্ধ। আপনাদেরকে নিয়ে গোটা বাংলাদেশের নিকাহ রেজিস্ট্রারদের (কাজী সমাজকে) নিয়ে একটি শক্তিশালী ন্যায়পরায়ণ, যোগপযোগী কেন্দ্রীয় কমিটি সৃজন করতে চাই। যে কমিটি কাজীদের কল্যাণে কাজ করবে। প্রধান বক্তা আলহাজ্ব কাজী মাও: সেলিম রেজা বলেন, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাথে ঢাকার বাহিরে সর্ব প্রথম পূণ্যভূমি সিলেটে আপনাদের সাথে আমাদের প্রথম মতবিনিময় সভা। আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং রাজকীয় আতিথিয়ান আমাদেরকে মুগ্ধ করেছে। সিলেট বিভাগের কাজী সাহেবদের নেতৃবৃন্দের আজকের এই সু- পরামর্শকে কাজে লাগিয়ে আগামী নতুন নেতৃত্বের নতুন সূর্য উদয়ের এক বিরল ইতিহাস শুভ সূচনা করতে সহায়ক হবে ইনশাল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করতে আহবান জানান তিনি।