জৈন্তাপুরে ভাইয়ের বিরুদ্ধে ভাইর থানায় অভিযোগ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণজৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর উপজেলার চাংগীল মুক্তাপুর গ্রামে ভাইয়ের বিরুদ্ধে ভাইর অভিযোগের খবর পাওয়া গেছে। অভিযোগ কারি মহিবুর রহমান এক অভিযোগ নামায় যা উল্লেখ করেন হুবুহু তা তুলে দরা হলো।
”’যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মুহিবুর রহমান এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদী আমার আপন ভাই। ঘটনার তারিখ ০৫/১০/২০২৪ইং বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় আমার ছেলে সাক্ষী ফাহিম আহমদ ও বিবাদী ছেলে রাফি আহমদ খেলাধুলার একপর্যায়ে রাফি আহমদ আমার ছেলেকে মারধর করিয়া চলিয়া যায়। আমার ছেলে পরক্ষনে চাংগিল নামক স্থানে থাকা ৩নং সাক্ষীর দোকানের সামনে বিবাদীকে দেখিতে পাইয়া তাহার ছেলের বিরুদ্ধে বিচার দিলে বিবাদী বিশ্বাস না করিয়া আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। ঐ সময় আমার ছেলে প্রতিবাদ করায় বিবাদী একটি লাটি হাতে নিয়া খুন করার হুমকি দিয়া আমার ছেলেকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া তাহায় হাত, পা, বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে ছেছাফুলা জখম করে। আমি ঘটনার সংবাদ পাইয়া ঘটনাস্থলে যাইয়া ঘটনাটি জানিতে পারিয়া মুরব্বিয়ানগনের নিকট বিচার প্রার্থী হইলে বিবাদী আমাকেও গালাগালি করে এবং মারপিট করিবে মর্মে হুমকি দেয়। বিবাদী শত্রুতামী বর্ষীভূত হইয়া ইতিপূর্বেও কয়েকবার আমার স্ত্রী ও ছেলেকে মারপিট সহ বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের চেষ্টা করিয়া আসিতেছে।
এমতাবস্থায় উপরোক্ত ঘটনার বিষয় বিবাদীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য অত্র অভিযোগ দাখিল করিলাম। স্থানীয় ভাবে মিমাংশার আশায় থাকায় অভিযোগ দাখিলে বিলম্ব হইল”।