সিলেট বিভাগ গণদাবি ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগ গণদাবি ফোরামের এক জরুরী সভায় ইন্টারনেটের নেটওয়ার্ক বিপর্যয়-সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগ গণদাবি ফোরামের এক জরুরী সভায় এ দাবি জানানো হয়।
সিলেট বিভাগ গণদাবি ফোরামের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, ইন্টারনেটের নেটওয়ার্ক ফেইল-সমস্যা সিলেটবাসীর উপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক, বীমা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিআরটিএ অফিস, শিক্ষা বোর্ডসহ সকল অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। জনদূর্ভোগ লাঘবের জন্য নেটওয়ার্ক স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষপ কামনা করা হয়েছে। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সুবিধা বঞ্চিত সনাতন ধর্মাবলম্বী লোকদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদানের দাবি জানানো হয়। সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত রাস্তায় বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হওয়ায় দূর্ঘটনা ও প্রাণহানি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সিলেট-ঢাকা যাতায়তেরও সময় বৃদ্ধি পেয়েছে। এহেন অবস্থা নিরসনে সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট হমায়ুন রশীদ চত্বর থেকে সায়হাম চত্বর পর্যন্ত জরুরী ভিত্তিতে যানবাহন চলাচলের উপযোগী করে মেরামত সংস্কার করার জন্য দাবি জানানো হয়েছে। আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় যাতায়াতকারী আন্তঃনগর ট্রেনে যাত্রী সেবার মান অত্যন্ত খারাপ হওয়ায় সিলেটবাসী রেল সেবা থেকে প্রায় বঞ্চিত।
তাছাড়া অন্যান্য যাত্রীবাহী ট্রেনে চুরি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থা নিরসনে সিলেট থেকে ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম গামী চলাচলকারী ট্রেনসমূহে যাত্রী সেবার মান ও কোচের সংখ্যা বৃদ্ধি এবং সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম লাইনে দুইটি আন্তঃনগর ট্রেন জরুরী ভিত্তিতে চালুর দাবি জানানো হয়। মানহীন খাদ্য, পণ্য, ঔষধ ও চিকিৎসা সামগ্রীতে সিলেটের বাজায় সয়লাব। অন্যদিকে ক্রমাগত হারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। এহেন অবস্থা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্টের তৎপরতা বৃদ্ধি করে ভেজাল পণ্য বিক্রি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিদ্যুতের লোডশেডিং এর কারনে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এহেন অবস্থা নিরসনে সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য আব্দুল মালিক এডভোকেট, কয়েস আহমদ সাগর, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, রিয়াজ উদ্দিন আহমদ, প্রিন্স বাহার আহমদ চৌধুরী, শওকত আলী, ইরশাদ আলী মেম্বার, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট প্রমুখ।