সিলেটপোসস্ট ডেস্ক::গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সিলেট শহর যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন টিপু দীর্ঘ প্রায় ১৫ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে বিএনপি নেতা জামাল আহমেদ এর নেতৃতে মেজরটিলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে নেতৃবৃন্দ এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা জামাল আহমদ, ইজ্জাদ মিয়া, লুকমান আহমদ, কয়েস আহমদ, ছাব্বির আহমদ, এডভোকেট রব নেওয়াজ রানা, বাবর আহমদ, নুরুল আলম বাবলু, টিপু মিয়া ডা: কাদির প্রমুখ।