সিলেটপোস্ট ডেস্ক::গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার মখন দোকানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি (সাবেক সদস্য সচিব) জোবায়ের আহমেদ তোফায়েল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহি লস্কর নাঈম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শাহ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শাহিন মির্জা,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক, সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাকের, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিঃ সহ সভাপতি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিঃ সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এছাড়াও সিলেট জেলা শাখা সহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।