
মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন, নায়েবে আমীর সিলেট মহানগর।
মাওলানা সৈয়দ কাওসারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন কতোয়ালি পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার,কতোয়ালি পূর্ব থানা নায়েবে আমীর নজরুল ইসলাম সোয়েব,কতোয়ালি পূর্ব থানার বায়তুলমাল ও সহকারী সেক্রেটারি এডভোকেট জুনেদ আহমদ, এবং তরুণ উদীয়মান মুফাস্সির ও আলোচক মোহাম্মদ আশরাফ উদ্দীন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাবসায়ী,বিশিষ্ট মুরুব্বিয়ান,ব্যক্তিবর্গ ও সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
উক্ত কর্মী সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৬ নং ওয়ার্ডের দায়িত্বশীলদের মনোনয়ন করা হয়। সভায় আগামীর ২ বছরের জন্য যারা নির্বাচিত হলেন, সভাপতি: মোঃ জাহাঙ্গীর আলম, সহ- সভাপতি-:মাওলানা আঃ খালেক,সেক্রেটারি -আখতারুজ্জামান বাবলুএ্যাসিসটেন্ট সেক্রেটারি – মাওলানা সৈয়দ কাওসার ও তামিম আহমদ খাঁন।