সিলেটপোস্ট ডেস্ক::খেলাধুলায় শরীর চর্চার যেমন বিকল্প নেই তেমনি আবৃত্তিতে মুখের ব্যায়ামেরও গুরুত্ব বেশি। জিহ্বা, তালু,ঠোঁট অর্থাৎ মুখগহ্বর সুস্থ রাখলে আবৃত্তি প্রয়োগ ভাল হয় ও বর্ণ উচ্চারণ সঠিক হয় সেই চিন্তাভাবনা নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেট এই প্রথম আয়োজন করে আবৃত্তিতে মুখের ব্যায়ায় ও স্বরবর্ণ উচ্চারণের কর্মশালা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জ মাধবপুরের বুশরা কিন্ডারগার্টেনে সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত প্রায় শত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় আবৃত্তিতে মুখের ব্যায়ম ও স্বরবর্ণ উচ্চারণের কর্মশালাটি।
স্কুলের প্রিন্সিপাল মোঃ শাহাজাহান মিয়া কর্মশালাটি উদ্বোধন করেন। মুখের ব্যায়াম ও উচ্চারণের ক্লাস নেন মুক্তাক্ষরে আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। প্রথমেই বর্ণের বিভিন্ন দিক, বর্ণের মুখের স্থান ও উচ্চারণ প্রয়োগ দেখানো ও বুঝানো হয়।পরে আবৃত্তি ও জীবনের নৈতিকতার ক্লাস নেন পুথি পাঠক এথেন্স শাওন। সব শেষে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দিয়ে ক্লাসের মুল্যায়ন করা হয়। প্রিন্সিপাল মহোদয়ের সমাপনী বক্তব্যের পর মুক্তাক্ষরের পক্ষ থেকে আবৃত্তি গ্রন্থ ও প্রকাশিত বুলেটিন তুলে দেয়া হয়।