কুলাউড়া প্রতিনিধি:: ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদশনী স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো:ইসরাইল হোসেন ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্টানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামে উক্ত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মৌলভীবাজারের উপ পরিচালক সামছুদ্দিন আহমদ,অতিরিক্ত উপ পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কুলাউড়া নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেন,কুলাউড়া উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার মো: বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারন অফিসাররবিন চৌধুরী ও কৃষি প্রকৌশলী সোনিয়া সুলতানা প্রমুখ।
প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইছরাইল হোসেন ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং ট্রেতে চারা তৈরি,রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।