সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ আশফাকুর রহমান বলেছেন সিলেট বারের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ বাংলাদেশের বিচারাঙ্গণে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ০২ নম্বর হলে সমিতির দুইবারের নির্বাচিত সফল সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ জনাব মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ জনাব মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোস্তাক আলী এডভোকেট ও জনাব আব্দুর রহমান এডভোকেটদ্বয়ের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেছেন।
সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীদ্বয়কে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন সৌভাগ্যবান আইনজীবীদ্বয়কে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। এই দুইজন বিজ্ঞ আইনজীবী আইনপেশায় ৫০ বছর কিভাবে কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত এই দুইজন বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে চিরকাল আদর্শ হয়ে থাকবেন।
সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোস্তাক আলী এডভোকেট ও জনাব আব্দুর রহমান এডভোকেট সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জনাব এ. টি. এম. ফয়েজ উদ্দিন এডভোকেট। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সরকারী কেঁৗসুলি জনাব শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেটের পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ আশিক উদ্দিন (আশুক) এডভোকেট ও মহানগর দায়রা জজ আদালতের পি.পি. জনাব বদরুল আহমদ চৌধুরী এডভোকেট।
সংবর্ধিত অতিথিবৃন্দের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মোস্তাক আলী এডভোকেট এর সুযোগ্য পুত্র জনাব সাদমান ফাইয়াজ জিহান ও স্ত্রী ফরিদা নাসরীন এবং জনাব আব্দুর রহমান এডভোকেট এর সুযোগ্য জামাতা সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোঃ ফরিদ আহমদ এডভোকেট।
সংবর্ধিত অতিথি জনাব মোস্তাক আলী এডভোকেট মহোদয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুযোগ্য জুনিয়র জনাব ফয়জুল ইসলাম সাজ্জাদ এডভোকেট।
সংবর্ধিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জনাব গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-০১ জনাব মোঃ জালাল উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০২ জনাব মোঃ নূরুল আমিন এডভোকেট, যুগ্ম সম্পাদক-০১ জনাব মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০২ জনাব মাছুম আহমদ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান সজল এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোস্তাক আলী এডভোকেট ও জনাব আব্দুর রহমান এডভোকেট মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।
সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোস্তাক আলী এডভোকেট ও জনাব আব্দুর রহমান এডভোকেট মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির মেম্বার্স বেনিভোলেন্ট ফান্ড হতে প্রত্যেককে ৪,০০,০০০/- টাকার চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।