হবিগঞ্জ এক্সপ্রেস বাসের বেপরোয়া চলাচলের প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বাস সার্ভিসের বেপরোয়া চলাচল ও ঘনঘন দুর্ঘটনার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসগুলো দীর্ঘদিন ধরে বেপরোয়া ও অপেশাদার চালনার মাধ্যমে দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব দুর্ঘটনায় বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা আরও বলেন, এই বাস সার্ভিসের কারণে স্থানীয় পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
সচেতন মহল দাবি করে জানায়, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতার কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বক্তারা বলেন, অবিলম্বে ‘হবিগঞ্জ এক্সপ্রেস’সহ বিরতিহীন সকল বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান তারা।
বক্তারা প্রশাসনের প্রতি এসব বাসের অনিয়ম ও বেপরোয়া চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




